সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০১৬ ১১:১৬

ট্রাম্প প্রেসিডেন্ট হলে মার্কিনীরাই দেশ ছাড়বেন : জরিপ

রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে এক-চতুর্থাংশের বেশি মার্কিন নাগরিক দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাবেন বলে নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীদের ২৮ শতাংশ দেশ ছেড়ে যেতে আগ্রহী। তাদের মধ্যে বেশির ভাগই চলে যেতে চান পাশের দেশ কানাডায়। খবর এএফপি ও এনডিটিভির।

সম্প্রতি মর্নিং কনসাল্ট ও ভক্সের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে দেখা গেছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্র ত্যাগ করবে।

জরিপে জানানো হয়, অংশগ্রহণকারীদের মধ্যে যারা দেশ ত্যাগ করতে চান, তাদের মধ্যে ৪৯ শতাংশ ডেমোক্র্যাট দলের সমর্থক। অন্যদিকে রিপাবলিকান দলের সমর্থক রয়েছেন ১২ শতাংশ।

চলতি মাসের গোড়ার দিকে রিপাবলিকান ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের দৌড়ে এগিয়ে যাওয়ার পর মার্কিন নাগরিকদের মধ্যে কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা জোরদার হয়েছে। ইন্টারনেটের গুগল সার্চে 'আমি কীভাবে কানাডায় যেতে পারি' বাক্য লিখে অনুসন্ধানের তৎপরতা বেড়ে গেছে।

মার্কিনীদের দুশ্চিন্তা বেড়ে যাওয়ায় এগিয়ে এসেছে কিছু রিয়েল এস্টেট কোম্পানি। একটি কোম্পানি এরই মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছে, 'ট্রাম্প প্রেসিডেন্ট হলে আপনি কি দেশ ছেড়ে চলে যেতে চান! তাহলে একবার কল করুন, বেচে দিন আপনার বাড়ি।'

ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি। তার পরও উগ্র যুদ্ধবাজ দল হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় সম্ভাব্য প্রার্থী এই মার্কিন ধনকুবের। নারী, মেক্সিকোর অভিবাসী এবং মুসলিম জনগোষ্ঠী সম্পর্কে চরম বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত