সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ জুন, ২০১৬ ১৫:২৩

ডারউইনের চুরি যাওয়া চিঠি উদ্ধার

৩০ বছর আগে চার্লস ডারউইনের লেখা একটি চিঠি চুরি হয়ে গিয়েছিল। চুরি যাওয়া সেই চিঠি উদ্ধার করেছে এফবিআইর আর্ট ক্রাইম টিম। চিঠিটি জমা দেওয়া হয়েছে ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে।

১৮৭৫ সালে ডারউইন তার নতুন তত্ত্ব বিষয়ে মার্কিন ভূবিজ্ঞানী ফার্নিনান্দ ভ্যানডেভিয়ার হেডেনকে কিছু চিঠি লিখেছিলেন। চুরি হয়ে যাওয়া এই চিঠিটি ছিল তারই একটি।


গত শতাব্দীর সত্তর দশকের মাঝামাঝি সময়ে চিঠিটি চুরি হয়ে গিয়েছিল স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের আর্কাইভ থেকে। ঊনবিংশ শতাব্দীর আরেক ভূবিজ্ঞানী জর্জ পার্কিন্স মিলারের গবেষণাপত্রের অংশ হিসেবে সেটি ব্যবহার করা হয়। পরে এটি জমা দেওয়া হয় স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে। এর পরই চিঠিটি চুরি হয়ে যায়।
 এফবিআই'র এক মুখপাত্র বলেন, 'চিঠিটি তালিকাবদ্ধ হওয়ার আগেই একজন কর্মচারী সেটি চুরি করে নিয়ে যায়। সুতরাং চিঠিটি নথিবদ্ধ হওয়ার আগেই হারিয়ে যায়। কিন্তু চলতি বছরের প্রথম দিকে কেউ একজন একটি খবর পাঠায়। সে জানায়, চিঠিটি কোথায় পাওয়া যেতে পারে। এভাবেই এটি উদ্ধার করা হয়।' সূত্র- গার্ডিয়ান।  

আপনার মন্তব্য

আলোচিত