সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ জুন, ২০১৬ ২২:২১

মিয়ানমারে বিবিসি সাংবাদিকের কারাদণ্ড

ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের একটি আদালত। গত বছর দেশটিতে ছাত্র বিক্ষোভের সময় সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে আদালত ওই রায় ঘোষণা করেছেন।

দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও সাবেক রাজবন্দি অং সান সুচি'র নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হলো।

মিয়ানমারের বিবিসি সার্ভিসের প্রতিবেদক নায় মিও লিন আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তার আইনজীবী থেইন থ্যান ওও আদালতের ওই রায়কে পক্ষপাতদুষ্ট দাবি করে বলেন, তার ক্লায়েন্ট ইচ্ছাকৃতভাবে পুলিশকে আঘাত করেননি এবং এক ব্যক্তিকে সহায়তার চেষ্টা করেছিলেন।

থেইন থ্যান ওও বলেন, ‘এটি লজ্জাজনক যে আদালত ওই রায় ঘোষণা দিয়েছেন। সাংবাদিককে শত্রু হিসেবে দেখা পুলিশের উচিত নয়’।

গত বছরের মার্চে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে একটি শিক্ষা বিলের বিরুদ্ধে ব্যাপক ছাত্রবিক্ষোভ শুরু হয়। এ সময় পুলিশের এক সদস্য এক ব্যক্তির ওপর চড়াও হন। পরে ওই ব্যক্তিকে সহায়তার জন্য পুলিশের সঙ্গে বিবিসির মিয়ানমার প্রতিবেদক নায় মিও লিনের ধস্তাধস্তি হয়।

এদিকে, সোমবার বিবিসি এক বিবৃতিতে বলেছে, রায়ের বিরুদ্ধে আপিলে লিনের আইনজীবীকে সহায়তা করবে বিবিসি।

আপনার মন্তব্য

আলোচিত