সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ জুন, ২০১৬ ২২:৩২

খাবারের বিনিময়ে সৈন্য সংগ্রহ করে আইএস

আইএসের কাছ থেকে ইরাকের ফালুজা নগরী পুনরুদ্ধারে গত কয়েক দিন ধরে লড়াই করে যাচ্ছে ইরাকি বাহিনী। আর এই সুযোগে ফালুজা থেকে পালিয়ে এসেছে সেখানকার অনেক বেসামরিক মানুষ। তারা জানায়, ইরাকের সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে সৈন্য সংগ্রহে খাবার ব্যবহার করতো আইএস।

যেসব বাসিন্দার আত্মীয়-স্বজন ক্ষুধার্ত থাকতো তাদের খাবার দেয়া হবে- এমন প্রতিশ্রুতি দিয়ে লোকদের যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করে তারা। ইরাক এবং সিরিয়ার একটি বিশাল অংশজুড়ে নিজেদের স্ব-ঘোষিত খেলাফত প্রতিষ্ঠার ছয় মাস পর বাগদাদের পার্শ্ববর্তী শহর ফালুজা দখলে নেয় আইএস।

ফালুজা থেকে পালিয়ে আসা ২৩ বছরের হানা মাহদি ফায়াদ জানান, শহরটিতে যেসব পরিবার খাদ্য সংকটে আছে তাদের বাড়ি গিয়ে তাদের সৈন্য তালিকায় অন্তর্ভুক্ত করতো এবং বিনিময়ে খাদ্য দিতো।

ফায়াদ বলেন, ‘তারা আমাদের এক প্রতিবেশিকে বলেছিলো, যদি তার ছেলে তাদের (আইএস) সঙ্গে যোগ দেয় তবে এক বস্তা ময়দা দেয়া হবে। তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং ওরা যখন চলে গিয়েছিল তখন তিনি তার পরিবারসহ পালিয়ে আসেন।’

আপনার মন্তব্য

আলোচিত