সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০১৬ ২১:৩৮

বানরের বাঁদরামিতে অন্ধকারে পুরো দেশ

কেনিয়া জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার দায়ী করা হচ্ছে এক বানরের বাঁদরামিকে।

গত মঙ্গলবার সারাদেশ জুড়ে এক সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর পুরে কেনিয়া ডুবে যায় অন্ধকারে।

কর্মকর্তারা বলছেন, এই বিদ্যুৎ বিভ্রাটের মূলে ছিল একটি বানর। কেনিয়ার সবচেয়ে বড় একটি জল-বিদ্যুৎ কেন্দ্রে একটি ট্রান্সফর্মারের ওপর বানরটি পড়ার পর এটি বন্ধ হয়ে যায়।

এর পর একে একে অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোও ‘ট্রিপ’ করতে থাকে।

এরপর বিদ্যুৎ সরবরাহ চালু করতে প্রায় চার ঘন্টা সময় লাগে।

কর্মকর্তারা বলছেন, যে বানরটির কারণে এত কান্ড, তার কিন্তু কিছুই হয়নি।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া বানরটিকে কেনিয়ার বন্য প্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেনিয়ার প্রধান বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ‘কেনজেন’ তাদের বিভিন্ন স্থাপনাকে বন্যপ্রাণী থেকে রক্ষা করতে বৈদ্যুতিক তারের বেড়া ব্যবহার করে।

সূত্র : বিবিসি বাংলা

আপনার মন্তব্য

আলোচিত