সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২২ জুন, ২০১৬ ২১:৫১

বাংলাদেশে চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল, সমাবেশ

বাংলাদেশে চলমান ধর্মীয় সংখ্যালঘু মানুষের ওপর নিপীড়ন, মুক্ত চিন্তার মানুষকে হত্যা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (২১ জুন) কলকাতা শহরে এক বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ।

দুপুরের দিকে কলকাতার শিয়ালদহ রেলস্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি ধর্মতলার ওয়াই চ্যানেলে এসে শেষ হয়। এরপর সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়

সমাবেশ থেকে অবিলম্বে বাংলাদেশে মুক্তমনা ব্লগারদের হত্যা বন্ধ, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন বন্ধ এবং সংখ্যালঘুদের জানমাল রক্ষার দাবি জানানো হয়। বক্তারা আইএস জঙ্গি রুখতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান।

সমাবেশে বক্তব্য দেন উদ্বাস্তু উন্নয়ন সংসদের সভাপতি বিমল মজুমদার, অমৃত মুখার্জি, জগদীশ হালদার, রাজীব সরকার প্রমুখ।

সমাবেশ শেষে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রীর বরাবরে লেখা একটি স্মারকলিপি পৌঁছে দেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে।

আপনার মন্তব্য

আলোচিত