সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ জুন, ২০১৬ ১০:৩৬

যুক্তরাজ্য ইইউতে থাকছে কি না আজই নির্ধারিত হবে

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে, না ছেড়ে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ঐতিহাসিক গণভোট আজ বৃহস্পতিবার (২৩ জুন) গ্রহণ করা হবে। যুক্তরাজ্য সময় সকাল ৭টায় ভোট শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

আনুমানিক ৪ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫৩৭ মানুষ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে ইইউয়ের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।    

এটি যুক্তরাজ্যের ইতিহাসের তৃতীয় গণভোট যাতে সারা দেশের মানুষ অংশ নিচ্ছেন।

এই গণভোটের ব্যালট পেপারে থাকবে একটি মাত্র প্রশ্ন। প্রশ্নটি হবে: যুক্তরাজ্যের কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিৎ, না কি ছেড়ে যাওয়া উচিৎ?
 
ভোটারদের উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না। যে পক্ষই অর্ধেকের বেশি ভোট পাবে সেই পক্ষকেই বিজয়ী হিসেবে ধরে নেয়া হবে।

শুক্রবার সকালের মধ্যেই ভোটের ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত