আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০১৬ ০৭:১৯

অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সই করলো কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহীরা

কলম্বিয়া সরকার ও দেশটির ফার্ক বিদ্রোহীগোষ্ঠীদের মধ্যে  যুদ্ধবিরতি বিষয়ক এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পাঁচ দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। 

 বৃহস্পতিবার (২৩ জুন) কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোস ও ফার্কের নেতা টিমোচেনকো চুক্তিতে সই করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

সংবাদমাধ্যমগুলো জানায়, কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যকার যুদ্ধের অবসান ঘটতে এখন মাত্র আর কিছুটা পথ বাকি। হয়তো তা এক সপ্তাহের মধ্যে হতে পারে। এই এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তিতে সই করবে উভয়পক্ষ।

প্রায় তিন বছর আগে এ শান্তিচুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়।নানা কারণে বিষয়টি সাফল্যের মুখ না দেখলেও সম্প্রতি দেশটির সরকার ও বিদ্রোহীগোষ্ঠী একটি সমঝোতায় আসে।

এদিকে সরকার ও বিদ্রোহীগোষ্ঠী ফার্কের মধ্যে গৃহযুদ্ধে দেশটিতে এখন পর্যন্ত অন্তত দুই লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে অন্তত ৭০ লাখ মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত