সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৮ জুন, ২০১৬ ১৬:২৪

দালাই লামার সাথে দেখা করায় চীনে নিষিদ্ধ লেডি গাগা

বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামার সাথে দেখা করায় লেডি গাগাকে নিষিদ্ধ করেছে চীন সরকার।

চীনের প্রেস, পাবলিকেশন, রেডিও, ফিল্ম ও টেলিভিশনের নিয়ন্ত্রকরা টিভি চ্যানেল-রেডিও স্টেশন সহ সমস্ত মিডিয়া ও মিউজিক ডাউনলোড ওয়েবসাইট থেকে এই পপ তারকাকে ব্যান করার নির্দেশ দিয়েছেন।

গত রোববার (২৬ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে দালাই লামার সাথে বৈঠক করে ফেসবুকে লাইভ চ্যাটে অংশ নেয়ায় লেডি গাগার উপর বেজায় চটেছে চীন প্রশাসন।

ঐ বৈঠকের ছবি নিজের সোশ্যাল একাউন্ট থেকে প্রচার করেন ৩০ বছর বয়সী তারকা। এরপর চীনের প্রচার বিভাগ জানিয়েছে, "তিব্বতের স্বাধীনতায় উস্কানি দিতে পারে এমন যেকোন প্রচারের বিরুদ্ধে লড়ব আমরা"।

এরআগে ২০০১ সালেও 'বর্ন দিস ওয়ে' এলবামের জন্য গাগাগকে নিষিদ্ধ করেছিল চীন।

প্রসঙ্গত দালাই লামার নেতৃত্বে স্বাধীনতার জন্য লড়ছে তিব্বত। তবে তিব্বতকে স্বাধীনতা দিতে নারাজ চীন।



আপনার মন্তব্য

আলোচিত