সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৮ জুন, ২০১৬ ১৮:৪৬

ভারতের রাজধানী ঢাকা!

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আউশা প্রাথমিক স্কুলের সপ্তম শ্রেণির ক্লাসে গিয়ে জেলা প্রশাসক সৌমিত্র মোহন শিক্ষার্থীদের প্রশ্ন করেছিলেন, ‘‘বলো তো, আমাদের দেশের নাম কী?’’ উত্তর শুনে থ পরিদর্শকরা। বর্ধমানের কাশিয়ারা-রাইপুর হাইস্কুলের ওই ছাত্র সটান বলে দিল, ‘‘বাংলাদেশ!’’ কয়েক জন ছাত্র জানাল, উত্তর জানা নেই।

শিক্ষার্থীদের ‘আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল’ লিখে দেখাতে বলেন। কিছু পড়ুয়া ‘আই লিভ ইন’ পর্যন্ত পারলেও কেউ ‘ওয়েস্ট বেঙ্গল’ লিখে উঠতে পারেনি। পাশের হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বই দেখে ইংরেজি ‘রিডিং’ পড়তে বলা হলে সে পারেনি। জেলা প্রশাসনের কর্তারা ক্লাসের শিক্ষককেই ‘রিডিং’ পড়ে দেখিয়ে দিতে বলেন। তার উচ্চারণ শুনেও অবাক হলেন তারা।

জেলার কাশিয়ারা-রাইপুর হাইস্কুল ও আউশা প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন জেলা প্রশাসক। আউশার স্কুলটিতে দেশের রাজধানী জানতে চাইলে এক পড়ুয়া জানায়, ‘ঢাকা’। খবর: আনন্দবাজার পত্রিকা

বিহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে প্রথম হওয়া ছাত্রী রুবি রায় এক সাক্ষাৎকারে পলিটিক্যাল সায়েন্সকে ‘প্রডিক্যাল সায়েন্স’ বলার পরে সাড়া পড়েছে সেখানকার পরীক্ষা পদ্ধতি নিয়ে। ওই ছাত্রীকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু বর্ধমান জেলায়ও  শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

স্কুলের সমস্যা, পড়াশোনার মান খতিয়ে দেখতে হঠাৎ স্কুল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন। জেলা প্রশাসককে প্রধান করে তৈরি হয়েছে ‘মনিটরিং কমিটি’। মাসখানেক ধরে নানা স্কুলে যাচ্ছেন কমিটির সদস্যরা।

জেলা প্রশাসক সৌমিত্র মোহন বলেন, ‘‘আমাদের কমিটি প্রায় দেড়শো স্কুল ঘুরে রিপোর্ট তৈরি করছে। বুধবার সেই রিপোর্ট দেখে শিক্ষামন্ত্রীকে জানানো হবে।’’

আপনার মন্তব্য

আলোচিত