সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৩ জুলাই, ২০১৬ ০৯:৫৪

হিলারিকে এফবিআইয়ের জিজ্ঞাসাবাদ

পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় রাষ্ট্রের অতি গোপনীয় কিছু তথ্য ব্যক্তিগত ই-মেইলে ব্যবহার করতে গিয়ে কোনো তথ্য অসাবধানে ব্যবহার হয়ে গেছে কি না এ নিয়ে জেরার মুখে পড়েছেন হিলারি ক্লিনটন। খবর বিবিসির।

তবে ব্যক্তিগত ই-মেইলে অফিসিয়াল গোপনীয় কোনো নথি তিনি ব্যবহার করেননি বলেই দাবি করেছেন হিলারি ক্লিনটন।

তিনি বলেন, বেশ কয়েকটা মোবাইল ফোন ও ট্যাবলেটে কাজ করার চেয়ে নিজের একটা ব্ল্যাকবেরি ফোন থেকেই সব কাজ একবারে করাটা অনেক সহজ। তাই, কাজের সুবিধার্থেই তখন এই ব্যবস্থা করেছিলেন।

কিন্তু মার্কিন পররাষ্ট্র দফতর থেকে হিলারি ক্লিনটনের অনিরাপদ ই-মেইল ব্যবহারের অভিযোগ দেয়া হয়েছে।

অনিরাপদ ই-মেইল ব্যবহার করাটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে কি না সেটিই এখন খতিয়ে দেখছে মার্কিন বিচার দফতর।

হিলারি ক্লিনটনের এই ই-মেইল ব্যবহার নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে। সন্দেহবাদীরা মনে করেন, নিজের আধিপত্য ও এখতিয়ারকে আরও বেশি প্রভাবশালী করার জন্যই তিনি এই কাজ করেছিলেন।

সমালোচকেরা এটাও বলেন, অনিরাপদ ই-মেইল ব্যবহার করে হিলারি ক্লিনটন তার নিজের ই-মেইলকে হ্যাকারদের কাছে সহজে হ্যাক করার মতন একটি সহজ বিষয়ে পরিণত করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত