সিলেটটুডে ডেস্ক

০৫ জুলাই, ২০১৬ ২১:১৩

কাবা ঘর ধ্বংসের হুমকি দিয়ে ‘আইএসের টুইট’

ইসলামিক স্টেট বা আইএসের এক সদস্য সৌদি আরবে অবস্থিত মুসলমানদের পবিত্র কাবা ঘর ধ্বংস করে দেবে বলে টুইটারে বার্তা দিয়েছে। মার্কিন গণমাধ্যম- হাফিংটন পোস্টের এক খবরে সোমবার বিষয়টি প্রকাশ করা হয়।

পরে ওই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হুমকিদাতা নিজেকে আইএসের সদস্য বলে উল্লেখ করলেও তা যাচাই করা সম্ভব হয়নি।

টুইটার বার্তায় বলা হয়- মুসলমানরা কাবা ঘরে পাথরের উপাসনা করে। আল্লাহর ইচ্ছায় পাথরের উপাসনাকারী ও কাবা ঘরকে ধ্বংস করা হবে বলে হুমকি দেয়া হয়। মানুষ মক্কায় আল্লাহর বদলে পাথরকে উপাসনা করতে যায় বলেও টুইটারে মন্তব্য করে ঐ ব্যাক্তি।

বার্তা সংস্থা এপি- তুর্কি গণমাধ্যমের বরাতে ওই ব্যক্তির নাম 'আবু তোরাব আল মুগাদাসি' বলে উল্লেখ করেছে। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার নামে ২০১৪ সাল থেকেই ইরাক ও সিরিয়ায় সহিংসতা চালিয়ে আসছে আইএস। সূত্র: সময় টিভি অনলাইন।
 

আপনার মন্তব্য

আলোচিত