সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ জুলাই, ২০১৬ ০১:৩৫

মসজিদের রক্ষণাবেক্ষণ করেন হিন্দুরা!

বাংলাদেশের গুলশানে রেস্তোরায় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে ভয়াবহ জঙ্গি হামলায় যেখানে অসহিষ্ণুতার দৃশ্য দেখা গেল তার ঠিক বিপরীত দৃশ্য ভারতের কলকাতায়।

বাংলাদেশ ও ভারতে রথযাত্রা এবং ঈদ প্রায় একইসঙ্গে পালিত হচ্ছে।  যখন সাম্প্রদায়িকতার প্রশ্নে পুরো দেশে তোলপাড় তখন ভারতে এমন এক মসজিদ পাওয়া গেল যেখানে অসাম্প্রদায়িকতার পতাকাই সবচেয়ে উপরে কারণ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে চলেছেন স্থানীয় হিন্দুরা৷  খোদ কলকাতাতেই  সেই মসজিদ যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হিন্দু ট্রাস্ট৷

জোড়াসাঁকোর মার্বেল প্যালেস মসজিদ যা বাঙালি বাবুর মসজিদ নামে খ্যাত তারই দেখভালের দায়িত্বে রয়েছে মল্লিক পরিবার৷ ১৮৩৫ সালে তৈরি এই মসজিদটির বয়স ১৮১ বছর৷ মল্লিক পরিবারের দেবোত্তর জমিতে তৈরি এই মসজিদটির রক্ষণাবেক্ষণ আজও করে চলেছেন মল্লিক পরিবারের ট্রাস্ট৷ সম্প্রতি আরকিওলজি ডিপার্টমেন্ট থেকে এই মসজিদের সংস্কারের প্রস্তাব দেওয়া হলে তা গ্রহণ করা হয় এবং মসজিদের যাবতীয় কাজকর্মের দেখভাল হচ্ছে ট্রাস্টের টাকায়৷

প্রসঙ্গত, মল্লিক পরিবারের বিখ্যাত পুরুষ রাজেন মল্লিকের মা হীরামণি দাসী স্বপ্নে জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন৷ আর তার পরেই মল্লিকদের বাড়িতেই জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়৷ প্রতিবার রথে ধুমধাম করে জগন্নাথ দেবের পুজো হয় সেই মন্দিরে৷  জগন্নাথ মন্দিরের ঠিক উল্টোদিকেই বাঙালি বাবুর মসজিদ৷

প্রসঙ্গত, ভারতে বাঙালি বাবুর মসজিদই একমাত্র মসজিদ, যেটি হিন্দুদের দ্বারা পরিচালিত হয়৷ আর  জোড়াসাঁকোতেই জগন্নাথ দেবের পুজা এবং ঈদের নামাজ প্রায় পাশাপাশি পালিত হল।

সূত্র: সংবাদ প্রতিদিন

আপনার মন্তব্য

আলোচিত