অনলাইন ডেস্ক

১৩ জুলাই, ২০১৬ ০৯:৩২

জ্যান্ত ইঁদুর কামড়ে খাওয়ায় যুবকের দন্ড

পোষা ইঁদুরকে কামড়ে খেয়ে ফেলার নৃশংস ভিডিও ফেসবুকে প্রকাশ করে শাস্তি পেলেন এক অস্ট্রেলীয় যুবক।

সোমবার ব্রিসবেনের ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেন।

২৫ বছরের যুবক ম্যাথিউ ম্যালোনির আচরণকে বিকৃত আনন্দ উল্লেখ করে আদালতে ম্যাজিস্ট্রেট সুজেট কোয়েটস বলেন, এ ধরনের আচরণ ক্ষমার অযোগ্য।

পরে আদালত প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে ম্যালোনিকে ১০০ ঘণ্টা কমিউনিটি-সেবার নির্দেশ দেয়। পাশাপাশি আগামী ৩ বছর ম্যাথিউ কোনো প্রাণী পুষতে পারবেন না বলেও আদেশ দেয় আদালত। খবর পিটিআই'র।

খবরে প্রকাশ- ‘ম্যাড ম্যাট’ বলে পরিচিত ওই যুবকের ভিডিওটিতে দেখা যায়, ম্যাথিউ ম্যালোনি একটি বাক্স থেকে তার পোষা ইঁদুরকে বের করে কামড়ে ইঁদুরটির মাথা ছিঁড়ে নিয়ে চিবোচ্ছেন। এই ভিডিও দেখে অনেকেই ক্ষুব্ধ হন।

প্রাণী সুরক্ষায় প্রতিষ্ঠিত সংস্থা রয়াল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলিটি টু অ্যানিমেলস (আরএসপিসিএ) এ ব্যাপারে তদন্ত করার পর ম্যালোনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত