সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ১৪:২৩

পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দুদের জন্য ভারতের বিশেষ ব্যবস্থা

পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করা হিন্দু ও শিখদের জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ন অনুমোদন দেয়া হয়। ফলে তারা সম্পত্তি কিনতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কর্মসংস্থান নিজেরা করতে পারেন, ভারতের জাতী পরিচয়পত্রের শামিল বিভিন্ন কার্ড যেগুলো সরকারি সুবিধা পাওয়ার জন্য জরুরি সেগুলোর জন্য তারাও আবেদন করতে পারবেন।

তবে এই সুবিধা বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুরা পাবেন না। মূলত পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু ও শিখদের কথা ভেবেই এটি করা হয়েছে বলে বিভিন্ন সরকারি সূত্রে তিনি জানতে পারছেন।

কারণ যে ৭টি রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসকদের এই সুবিধা দেয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে তার মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী কোনও রাজ্য নেই।

নির্দিষ্ট সাতটি রাজ্য হল, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান।

কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বা মেঘালয় অর্থাৎ যেসব রাজ্যে গিয়ে বাংলাদেশ থেকে হিন্দুরা গিয়ে সচরাচর থাকেন সেসব এলাকায় এসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে না।

খবর: দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস

আপনার মন্তব্য

আলোচিত