সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ জুলাই, ২০১৬ ১৬:৩৭

ফ্রান্সের সাথে কাঁধে কাঁধ রেখে পাশে থাকবে ব্রিটেন: থেরেসা মে

বাস্তিল দিবসে ফ্রান্সের নিচ শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটা নিশ্চিতভাবেই বর্বরোচিত সন্ত্রাসী হামলা, আমরা আমাদের মূল্যবোধ ও সাহস নিয়ে ফ্রান্সের মানুষের পাশে থাকব।

বিশ্ব থেকে সন্ত্রাসবাদ মোকাবেলায় ফ্রান্সের সাথে কাঁধে কাঁধ রেখে চলবে ব্রিটেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার মধ্যরাতে ভূমধ্যসাগর তীরবর্তী নিস শহরের বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে ওই ঘটনায় অন্তত ৮৪ জন নিহত হন; আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত মানুষ। পুলিশ পরে ওই চালককে গুলি করে থামায়। ওই ট্রাকে অস্ত্র ও গ্রেনেডও পাওয়া যায়।  

 

-বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত