সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ জুলাই, ২০১৬ ১৪:১৯

মেয়েদের খতনাকে শিশু নির্যাতন আখ্যা দিলো জাতিসংঘ

মেয়ে শিশুর খতনাকে প্রথমবারের মত 'শিশু নির্যাতন' আখ্যা দিয়েছে জাতিসংঘ পপুলেশন ফান্ড। পপুলেশন ফান্ডের প্রধান ডক্টর বাবাটুন্ডে ওসোটিমেহিন বলেন, এ প্রথা মানবাধিকারের অপব্যাহার। এটি এখনই বন্ধ হওয়া দরকার।

বিশ্বজুড়ে ২০ কোটির বেশি নারী ও শিশু খতনার শিকার হয়। জাতিসংঘের হিসাবমতে, আরো ৩০ লাখ মেয়ে শিশু খতনার ঝুঁকিতে আছে।

জাতিসংঘ পপুলেশন ফান্ড এর আগে খতনাকে মানবাধিকার লঙ্ঘন বলে আসলেও এতদিন এ প্রথাকে শিশু নির্যাতন অ্যাখ্যা দেয়নি। মূলত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন জায়গায় মেয়েদের খতনা করা হয়।

তবে আফ্রিকার কিছু দেশে এখন এ প্রথা পরিবর্তন করার চেষ্টা চলছে। এর মধ্যেই কেনিয়ায় প্রতি ৫ জনে একজন মেয়ে শিশু খতনার শিকার হয়। তবে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, কেনিয়ায় আগামী ১৫ বছরের মধ্যেই এ প্রথা দূর করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মেয়েদের খতনা বন্ধ্যাত্বের পাশাপাশি মারাত্মক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে।

সূত্রঃ বিবিসি 

আপনার মন্তব্য

আলোচিত