সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ জুলাই, ২০১৬ ১৫:৩৪

জার্মানিতে ট্রেনে হামলাকারীর বাড়িতে পাওয়া গেল আইএসের পতাকা

জার্মানিতে ট্রেনে হামলাকারী আফগান শরণার্থীর ঘর থেকে জঙ্গি সংগঠন আইএসের একটি হাতে আঁকা পতাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

১৭ বছর বয়সী ঐ কিশোর ছুরি ও কুঠার নিয়ে দক্ষিণাঞ্চলের ভুর্সবুর্গে একটি ট্রেনে সন্ত্রাসী হামলা চালালে প্রায় ২০ জন সাধারণ মানুষ আহত হন। হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হয় ওই আফগান কিশোর।

জার্মানির বাভারিয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইউয়াখিম হারম্যান দেশটির গণমাধ্যমকে জানান, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় হামলাটি হওয়ার পর পার্শ্ববর্তী শহর ওখজেনফুর্টে সন্দেহভাজন কিশোরের বাসস্থানে তল্লাশি চালানো হয়। সেখানে ছেলেটির অন্যান্য জিনিসপত্রের মধ্যে আইএসের পতাকাটি পাওয়া যায়। তবে হামলাকারী কিশোর আইএসের সদস্য, নাকি নিজেই জঙ্গিবাদে অনুপ্রাণিত হয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও জানান হারম্যান।

হামলাকারী ওই সন্দেহভাজন কিশোর কোনো অভিভাবক ছাড়াই আফগানিস্তান থেকে শরণার্থী হিসেবে জার্মানি আসে। প্রথমে ওখজেনফুর্ট শহরের একটি শরণার্থী কেন্দ্রে থাকলেও পরে জার্মানিরই একটি পরিবারের সঙ্গে পালিত সন্তান হিসেবে থাকতে শুরু করে।

আপনার মন্তব্য

আলোচিত