সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৫ জুলাই, ২০১৬ ০৮:২৩

জার্মানিতে বারে বোমা বিষ্ফোরণ, নিহত ১

মিউনিখ হামলার দুই দিন না যেতেই ফের জার্মানির একটি বারে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বোমা বহনকারী নিহত ও কয়েকজন আহত হয়।

রোববার (২৪ জুলাই) দক্ষিণ জার্মানির নুরেমবার্গের কাছে আনসবাচ শহরের একটি বারে এ বিষ্ফোরন ঘটে।

এটি কিসের বিষ্ফোরন তা জানা না গেলেও শহরের মেয়র বলেছেন, এটি ছিল বিস্ফোরক যন্ত্র।

এদিকে, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ইউজেনেস ওয়াইন নামে ওই বার সম্পূর্ণ বন্ধ করে দেয়।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, হামলাকারী পিঠে ব্যাগের ভেতর বোমাটি বহন করে ‍আনে। পরে বিষ্ফোরনে তার নিজেরই মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার পরপরই ওই বারটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বারের পাশেই উন্মুক্ত সংগীত অনুষ্ঠান থেকে ২ হাজারকে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

এরআগে গত শুক্রবার (২২ জুলাই) মিউনিখে বন্দুকধারী কিশোরের গুলিতে ৯ জন নিহত হয়।

আপনার মন্তব্য

আলোচিত