সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৭ জুলাই, ২০১৬ ০৮:৩৮

আফগানিস্তানে আইএসের শীর্ষ নেতা নিহত

আফগানিস্তানের নানগারহার প্রদেশে সেনা অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ কমান্ডার সাদ ইমারাতির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

আফগান কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতভর নানগারহার প্রদেশের কোট এলাকায় অভিযান চালায় আফগান সেনাবাহিনী। অভিযানের বেশ কিছু ছবিও তারা প্রকাশ করেছে।

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহত সাদ ইমারাতি জঙ্গি গোষ্ঠী আইএস-এর আফগান-পাকিস্তান শাখার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন।

তার নেতৃত্বেই আফগানিস্তান সরকার ও তালেবানের ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে আইএস।

শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সমাবেশে আইএস-এর আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন প্রাণ হারায়। ওই হামলার পর আইএস-র বিরুদ্ধে কঠোর যুদ্ধ ঘোষণা করে আফগান সরকার।

আফগান গোয়েন্দা সূত্রের তথ্য মতে, নানগারহার প্রদেশ থেকেই কাবুলের দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে পাঠানো হয়েছিল।

তালেবানের সাবেক কমান্ডার ইমারাতি মোল্লা ওমরের মৃত্যুর পর আইএস-র প্রতি অনুগত্য প্রকাশ করেন। এ অঞ্চলে তিনি আইএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বলে মত বিশ্লেষকদের।

তারা বলেন, যদি ইমারাতির মৃত্যুর খবর নিশ্চিত হয় তবে এ অঞ্চলে আইএস এর বিরুদ্ধে এটি বড় জয়।

এ অভিযানে বিদেশি বিমানবাহিনী তাদের সহায়তা করেছে বলে জানান আফগান স্পেশাল ফোর্সের কমান্ডার জেনারেল বাসমুল্লাহ ওয়াজারি।

আপনার মন্তব্য

আলোচিত