আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০১৬ ০৯:৩০

রাশিয়াকে দায়ী করলেন হিলারি ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির তথ্য হ্যাকের ঘটনায় রাশিয়াকে দায়ী করেছেন হিলারি ক্লিনটন।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কম্পিউটার সিস্টেম হ্যাকিং এবং ইমেল ফাঁসের জন্য রুশ গোয়েন্দারাই দায়ী করেন তিনি।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে হিলারি অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প হ্যাকিং এর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎসাহ যুগিয়েছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন।

এসব তথ্য ফাঁস হলে হিলারির নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইমেইল ফাঁসের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে পারে রাশিয়া। 

এদিকে হিলারি ক্লিনটনের প্রচারণা নিয়ে আরো তথ্য ফাঁস করার কথা জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

আপনার মন্তব্য

আলোচিত