অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০১৬ ০৪:১৮

হকিংসই ঠিক, কৃষ্ণগহ্বর বেশি কালো নয়!

৪২ বছর আগে অর্থাৎ ১৯৭৪ সালে মার্কিন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস অঙ্ক কষে দেখিয়েছিলেন, আলোসহ ব্রহ্মাণ্ডের সবকিছুই শুষে নেয় বলে যে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরকে আমরা ‘কৃষ্ণকলি’ কালো বলে জানতাম, তা তত কালো নয়। কৃষ্ণগহ্বর থেকেও আলোর বিচ্ছুরণ, বিকিরণ হয়। তা যতই অল্প হোক।

হকিংসের এই মন্তব্যের চার দশকের বেশি সময় আগের তাত্ত্বিক উচ্চারণকে যিনি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছেন বলে দাবি, তার নাম জেফ স্টেনহাওয়ার।
 
হাইফার ‘টেকনিওন-ইজরায়েল ইনস্টিটিউট অফ টেকনোলজি’র জ্যোতির্বিজ্ঞানী। গত সোমবার তার গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান-জার্নাল ‘নেচার-ফিজিক্সে’।

স্টেনহাওয়ার গবেষণাগারে শব্দ তরঙ্গ (যার কণার নাম- ‘ফোনন’) দিয়ে একটি ব্ল্যাক হোলের প্রতিরূপ বানিয়ে দেখিয়েছেন, সেখান থেকে কিছু কিছু বিকিরণ বেরিয়ে আসতে পারে। ঠিক যেমনটি বলেছিলেন হকিংস প্রায় অর্ধ শতক আগে।

তার পরীক্ষা পদ্ধতি নিয়ে বিজ্ঞানীদের একাংশে কিছুটা সংশয় থাকলেও, স্টেনহাওয়ারের দাবি সঠিক হলে তা অনিবার্যভাবেই অনেকটা এগিয়ে দেবে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানকে। আনন্দবাজার পত্রিকা।

আপনার মন্তব্য

আলোচিত