সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ নভেম্বর, ২০১৬ ১৩:৩১

সাক্ষাত দেননি মন্ত্রী, অভিমানে সাবেক সেনার আত্মহত্যা

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা করতে এসে দেখা না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন সেদেশের সাবেক এক সেনা সদস্য।

বুধবার (০২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাদের ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ (ওআরওপি) প্রকল্পের বিরুদ্ধে কথা বলতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্বরের কাছে এসেছিলেন সাবেক সেনা সদস্য সুবেদার রাম কিশান গ্রেওয়াল। কিন্তু অনেক চেষ্টার পরও মেলেনি মন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি। তাই শেষ পর্যন্ত অভিমানে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ জানায়, আত্মহত্যার পর তার মরদেহের পাশে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তার মৃত্যু হয়েছে।

নিহত রাম কিশানের বাড়ি দেশটির হরিয়ানা রাজ্যের ভিওয়ানি এলাকায়। তার ছেলে জানান, তার বাবা প্রায়ই বলতেন, যদি সরকার ওআরওপি সংক্রান্ত দাবি পূর্ণ করতে না পারে, তবে তিনি আত্মহত্যা করবেন।

রাম কিশানের বন্ধু জগদীশ রায় বলেন, ওআরওপি নিয়েই ছিলো তার চিন্তা ভাবনা। কিশান সবসময় বলতো এটি আমাদের অধিকার। সে আমাদের সেনাদের জন্য লড়াই করেছে। যখন সরকার তার কথা শোনার জন্য আগ্রহ দেখায়নি, তখন সে নিজেই আত্মহত্যা করেছে।

রাম কিশানের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্থানীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত থাকার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত