অনলাইন ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৬ ০২:২৭

‘জ্যোতিষরাজ’ বানর ট্রাম্পের বিজয় দেখছে!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নমুখী আলোচনা-সমালোচনা, হিসেবনিকেশের মধ্যে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী বলে ঘোষণা করল এক চাইনিজ বানর। এ বানরটি চীনের এক জ্যোতিষী বলেও পরিচিত।

‘জ্যোতিষরাজ’খ্যাত বানরটির নাম ‘গেতা’। চীনা এই শব্দের অর্থ ‘গিঁট’ বা ‘গেরো’।

হিলারি ও ট্রাম্পের বিশাল দুটি ছবির পাশে দুটি কলা রেখে বেছে নিতে বলা হয় বানরটিকে। হলুদ শার্ট পরা গেতা ট্রাম্পের ছবির পাশের কলাটাই শুধু বেছে নেয়নি, তার ছবিতে চুমুও খেয়েছে।

নির্বাচনে বাকি আর দুই দিন, এখন অপেক্ষার পালা! খবর এএফপি ও ওয়াশিংটন পোস্ট।

আপনার মন্তব্য

আলোচিত