সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০১৭ ০৯:৩৬

ভারতের কাশ্মীরে সংঘর্ষে নিহত ৬

ভারতে উপনির্বাচনকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ৬জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

রোববার (০৯ এপ্রিল) শ্রীনগরের লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আধা সামরিক বাহিনী। এতে শ্রীনগরের কাছাকাছি ভোটকেন্দ্রগুলো রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় অনেক নেতাই ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন।

মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরেই বিরোধ রয়েছে। দু’দেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে।

ভোটেরদিন সকাল থেকেই ভোটকর্মীদের ভোট কেন্দ্র ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা এ সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় অতিরিক্ত ২০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত।

সূত্র: এই সময়।

আপনার মন্তব্য

আলোচিত