অনলাইন ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৭ ১৭:০৫

ফোর্বসের সেরা উদ্যোক্তাদের তালিকায় ২ বাংলাদেশি

সম্প্রতি এশিয়া মহাদেশের ৩০ বছরের কম বয়সী ৩০ জন সামাজিক উদ্যোক্তার তালিকায় প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকী। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান কিরণ (২৯) ও সওগাত নাজবিন খান (২৭)।

মিজানুর রহমান কিরণ ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) প্রতিষ্ঠাতা। দেশের প্রতিবন্ধী তরুণদের কল্যাণে কাজ করছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি।

আর সওগাত নাজবিন খান (২৭) প্রতিষ্ঠা করেছেন এইচ এ ফাউন্ডেশন। নিজের পৈত্রিক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করা তার লক্ষ্য। নামমাত্র ছাত্র বেতনে তার স্কুল থেকে বিনামূল্যে বই, ইউনিফর্ম ও পরিবহন সুবিধা দেওয়া হয়।

নিজস্ব উদ্যোগে বিশ্বের নানামুখী সমস্যা সমাধানের চেষ্টা করছেন ওই ৩০ তরুণ।

আপনার মন্তব্য

আলোচিত