সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৭ ২১:১৩

উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা

পরমাণু পরীক্ষা প্রতিহত করার কথা বলে উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা গার্ডিয়ান এই‌ খবর জানিয়েছে।

কোরিয়া-সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্যেও  একই ইঙ্গিত মিলেছে। উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা যে কোনও মূল্যে প্রতিহত করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দেশটির কংগ্রেস-কে জানিয়েছেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় সামরিক বাহিনীর দিক থেকে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত