সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ জুন, ২০১৭ ১৩:১৪

ঝুলন্ত সংসদ পেতে যাচ্ছে যুক্তরাজ্য

ঝুলন্ত সংসদ পেতে যাচ্ছে যুক্তরাজ্য। প্রকাশিত প্রাথমিক ফলাফলে ৬৪৫টি আসনের মধ্যে থেরেসা মে'র কনজারভেটিভ পার্টি ৩১৪ এবং লেবার পার্টি ২৬১ টি আসন পেয়েছে। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি ৩৪ ও লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ১২টি আসন।

বৃহস্পতিবার পার্লামেন্টের ৬৫০টি আসনে ভোটগ্রহণ শেষ এ পর্যন্ত যতটির ফলাফল এসেছে, তাতে স্পষ্ট যে সরকার গঠনের মতো ৩২৬টি আসন কোনো দলই পাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ৬৫০ সদস্যবিশিষ্ট ব্রিটিশ হাউস অব কমন্সে এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত সংসদ গঠন করতে হবে।

বিবিসি জানাচ্ছে, ক্ষমতাসীন রক্ষণশীল দল ৩১৮টি আসন পেতে পারে, যা তাদের গতবারের চেয়ে ১২টি কম। অন্যদিকে লেবারের আসন ২২৯টি থেকে বেড়ে হচ্ছে ২৬২। অর্থাৎ, কেউই পাচ্ছে না কাঙ্ক্ষিত ৩২৬টি আসন।

এবার লেবারদের ভোট সাড়ে ৯ শতাংশ এবং টোরিদের ভোট সাড়ে ৫ শতাংশ বেড়েছে; বড় অন্য দলগুলোর ভোট কমেছে, সবচেয়ে বেশি ১০ শতাংশ কমেছে ইউনিয়নিস্ট পার্টির।

অবশ্য নির্বাচনের ফল যাই হোক না কেন, দেশের স্থিতাবস্থার জন্য তা মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। আর জনগণের রায়কে শ্রদ্ধা জানিয়ে নিজের অবস্থান থেকে থেরেসা মেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন জেরমি করবিন।

এদিকে, যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি তিন কন্যা বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলী জয় পেয়েছেন। এর মধ্যে রুশনারা পেলেন যুক্তরাজ্যে হ্যাট্রিক জয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে, সিলেটের মেয়ে রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ও রূপা হক ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে জয়ী হন।

দেশটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে ভোটার ছিলেন প্রায় ৪ কোটি ৯ লাখ। ব্রিটিশ পার্লামেন্টর নিম্নকক্ষ হাউস অব কমন্সের মোট ৬৫০ আসনের বিপরীতে এবার মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৩০৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে কোনো দল এককভাবে ৩২৬টি আসন পেলেই মিলে সংখ্যাগরিষ্ঠতা।

আপনার মন্তব্য

আলোচিত