সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ জুন, ২০১৭ ১১:০৬

গাদ্দাফির ছেলে সাইফ ‘মুক্ত’

লিবিয়ার নিহত শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে।

রোববার বিবিসির খবরে জানানো হয়, সাইফ ছিলেন বাবা গাদ্দাফির নির্বাচিত উত্তরসূরি। ছয় বছর আগে জিনতান এলাকায় বেসামরিক বাহিনী তাকে আটক করে।

বেসামরিক বাহিনী আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন বলছে, গত শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে জনসম্মুখে আনা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সাইফ এখন বেদা এলাকার পূর্বাঞ্চলে স্বজনদের সঙ্গে রয়েছেন।

বেসামরিক বাহিনী বলছে, অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাইফকে মুক্ত করা হয়েছে।  তবে সাইফের মুক্তির ফলে দেশটিতে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এর আগেও সাইফকে মুক্ত করা হয়েছে বলে খবর এসেছিল। তবে পরে সেটি ভুয়া প্রমাণিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত