সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪৪

সু চির ভাষণের সমালোচনায় অ্যামনেস্টি

রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশে দেওয়া মিয়ানমারের নেত্রী ও রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চির ভাষণের সমালোচনা করেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

দীর্ঘদিন নীরব থাকার পর মঙ্গলবার ওই ভাষণ দেন সু চি। এর পরপরই সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান জেমস গোমেজ এক বিবৃতিতে সু চির ভাষণের সমালোচনা করেন।

তিনি বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিয়ে সু চির বক্তব্য শুনে বোঝা যাচ্ছে, তার দল ও তিনি এখনও বালিতে মুখ গুজে রয়েছেন। তার বক্তব্য অসত্যের মিশ্রণ ও ভুক্তভোগীদের দোষারোপের।

জেমস গোমেজ বলেন, হত্যা ও বাস্তুচ্যূত করার মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গাদের দেশটির নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে; এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত