সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:৩৬

মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৪০

মেক্সিকোর মধ্যাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। 

৭.১ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়েছেন অনেক মানুষ ।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটার কিছু পরে কেঁপে ওঠে সবকিছু। সেসময় আতঙ্কে মানুষজন রাস্তার বের হতে থাকেন। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।

বিবিসি ও সিএনএন জানায়,  ভূমিকম্পে এ পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে। মেক্সিকো সিটিতেও ২০ টি বেশি ভবন ধসে পড়েছে। 

মেক্সিকোতে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প। এ মাসের শুরুতে ৮.১ মাত্রার আরেকটি ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহত হন।

১৯৮৫ সালে এক ভূমিকম্পে দশ হাজারের মতো মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনার স্মৃতিকে মাথায় রেখেই মেক্সিকো সিটি জুড়ে বহু মানুষ মঙ্গলবারই এক ভূমিকম্প মহড়ায় অংশ নিয়েছিলো। এমনই সময় হল আরেকটি ভূমিকম্প।

আপনার মন্তব্য

আলোচিত