সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০১৭ ১০:৫৭

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ সেনাকমান্ডোসহ নিহত ৪

ভারতের জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর দুই কমান্ডো নিহত হন। গোলাগুলির সময় ঘটনাস্থলের আশপাশে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বান্দিপোরা এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই কমান্ডো নিহত হয়েছেন। পরে পাল্টা গুলিতে দুই সন্ত্রাসীও নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে একটি বাড়ি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় সন্ত্রাসীরা ওই বাড়ির ভেতর থেকে গুলি করে দুই কমান্ডোকে হত্যা করে। পরে বদলা নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বান্দিপোরা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ জুলফিকার বলেন, ‘এখনো অভিযান চলছে।’

গুলিতে নিহত বিমানবাহিনীর কমান্ডোরা সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অভিযানের অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত