আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৮ ১৩:০৩

নিউ জিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউ জিল্যান্ডের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উত্তর দ্বীপাঞ্চল জুড়ে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।

এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার দিন বিকালে আঘাত হানা প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পটি দেশটির রাজধানী ওয়েলিংটন ও এওয়াকল্যান্ড শহরের মধ্যবর্তী স্থানে প্রভাব ফেলে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এটি গত কয়েকবছরের ইতিহাসে এটি দেশটিতে হওয়া শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি।

এর আগে ২০১৬ সালের নভেম্বরে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।

আপনার মন্তব্য

আলোচিত