আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৮ ১৪:১৫

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জনের মৃত্যু

আফগানিস্তানে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।

ফারাহ প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাসের মেহেরি নামের ওই মুখপাত্র বলেন, সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার পার্শ্ববর্তী হেরাত প্রদেশে যাচ্ছিল। কিন্তু মাঝ পথে একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

তবে দেশটির তালেবান বিদ্রোহীরা দাবি করেছে, তারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

হেলিকপ্টারে থাকা ২৫ জন ক্রু ও যাত্রী নিহত হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত