আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৫ ০৮:৩২

নেপালে সংবিধান কার্যকর: ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত নেপাল

চলমান সহিংসতার মধ্যেই নেপালে কার্যকর হলো নতুন সংবিধান। রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রাম বরণ যাদব আনুষ্ঠানিকভাবে সংবিধানটি উদ্বোধন করেন। এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে এটি গৃহীত হয়।

এ সংবিধান কার্যকরের মধ্য দিয়ে হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো পর্যটনের দেশ নেপাল।

নতুন এই সংবিধানে রাষ্ট্রনীতি পরিবর্তন ছাড়াও হিমালয়কন্যা নেপালকে সাতটি প্রদেশে ভাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিরোধীদের মতে, এতে করে দেশের ঐতিহ্য হুমকির মুখে পড়বে। সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় সীমানা ইস্যুতে দেশের সংসদে বৈষম্যের শিকার হবেন।

সংবিধান প্রণয়নে ২০০৮ সালে নেপালে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু চার বছরেও সংবিধানের খসড়া প্রস্তুত করতে ব্যর্থ হয় এ পরিষদ। পরিষদ নেতাদের দাবি, রাজনৈতিক দলগুলোর বিরোধীতার কারণেই তা সম্ভব হয়নি।

পরে ২০১৩ সালে ফের গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ গণপরিষদ প্রায় দুই বছরের চেষ্টায় সংবিধানের একটি খসড়া প্রস্তুত করে।

আপনার মন্তব্য

আলোচিত