সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৫ ০২:২০

অন্তর্বাস উড়িয়ে প্রতিবাদ

চেক রিপাবলিকের একটি চারুকলা গ্রুপ দেশটির প্রেসিডেন্ট প্যালেসের পতাকা নামিয়ে বিশাল বড় এক জোরা অন্তর্বাস উড়িয়েছে।

গ্রুপটি বলছে এই ধরণের পতাকা উড়ানো হয়েছে তাদের জন্য যারা কোন কিছুর জন্যই লজ্জিত নয়। গ্রুপের তিনজনকে অবশ্য আটক করেছে পুলিশ।

দেশটির প্রেসিডেন্ট মিলোস জিম্যান এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা লাল রঙের বিশাল অন্তর্বাসটি উড়িয়ে দেয়। 'প্রেসিডেন্টশিয়াল ফ্ল্যাগ'টি সাধারণত রাজধানি প্রাগে উড়তে দেখা যায়।

‘জোহোভেন’ নামে ঐ গ্রুপটির তিন জন সদস্য প্রেসিডেন্টের ভবনের চিমনি পরিষ্কার করার কথা বলে উঠে যান ছাদে। তাদের পোশাক ছিল চিমনি পরিষ্কারকর্মীদের।

অন্তর্বাসের রঙটি লাল কেন নির্বাচন করে হয়েছে এর উত্তরে গ্রুপের সদস্যরা বলছেন চীনের সাথে প্রেসিডেন্টের ঘনিষ্ঠতার প্রতিবাদ হিসেবে এই লাল রঙ নির্বাচন করা হয়েছে।

জোহোভেন গ্রুপটি ফেসবুকে একাধিক কারণ উল্লেখ করেছেন যে কেন তারা এই বিক্ষোভ করছেন।

এর আগে ইউক্রেন সংকটের সময় রাশিয়াকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট মি. জিম্যানকে লক্ষ করে ডিম ছোরা হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত