সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৬ ১৪:২২

মীর কাশেমের ‘ফাঁসি বহালের সুযোগ নেই’

পুনরায় মীর কাশেম আলীর আপিলের শুনানির দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

প্রধান বিচারপতিকে বাদ দিয়ে পুনরায় যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত এই জামায়াত নেতার আপীলের শুনানির দাবি জানান তিনি।

শনিবার (৫ মার্চ) রাজধানীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, প্রধান বিচারপতি প্রকাশ্যে আদালতে যে মন্তব্য করেছেন, তাতে মীর কাশেমের ফাঁসি বহাল থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মীর কাশেমের আর ফাঁসি বহাল রাখার সুযোগ নেই। হয় তাকে খালাস দেওয়া হবে অথবা শাস্তি কমিয়ে দেওয়া হবে।

কামরুল বলেন, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে বেঞ্চ পুণর্গঠন করে পুনরায় আপিলের শুনানির দাবি জানাই।

কামরুল বলেন, সবাইকে মনে রাখতে হবে কেউই আইনের ঊর্ধ্বে নন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রসিকিউশন নিয়ে এমন মন্তব্যের পর তাঁর আর প্রধান বিচারপতির পদে আসীন থাকা অনুচিত।

উল্লেখ্য, সম্প্রতি মীর কাশেমের আপিলের শুনানিকালে প্রধান বিচার তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউশনের উপর গাফিলতির অভিযোগ তুলেন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির এই মন্তব্যের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মীর কাশেমের বিচারে প্রসিকিউশনের গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মীর কাশেমকে বাঁচাতে ষড়যন্ত্র চলছে।

৮ মার্চ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত