সিলেটটুডে ডেস্ক

২৭ মার্চ, ২০১৬ ১০:৫২

দুই মন্ত্রীকে ক্ষমা করেন নি আদালত, ৫০ হাজার করে জরিমানা

বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ক্ষমার আবেদন গ্রহণ না করে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

জরিমানা না দিলে ৭ দিনের কারাবাস করতে হবে তাদের।

রোববার (২৭ মার্চ)  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। এসময় প্রধান বিচারপতি বলেন,  "এই রায় দিয়ে অন্যদের বার্তা দেয়া হল।

এর আগে গত ৫ মার্চ ঢাকায় এক গোলটেবিল আলোচনায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মীর কাসেমের আপিলের পুনঃশুনানির দাবি তোলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সে বৈঠকে কামরুল বলেছিলেন, ‘আপিলের শুনানিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাজ নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষ প্রকাশের মধ্য দিয়ে ‘রায়েরই ইঙ্গিত’ মিলছে।

অপরদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান। যেটি গণমাধ্যমে এসেছিল।

আপনার মন্তব্য

আলোচিত