সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০১৬ ১৫:২৮

সাবেক মন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা।

বুধবার (৪ মে) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন আইসিটির তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যৈষ্ঠ সমন্বয়ক সানাউল হক।

ওসমান ফারুকের যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতার বিষয়ে আব্দুল হান্নান খান বলেন, অনেকের বিরুদ্ধেই অভিযোগ পাওয়া গেছে। ওসমান ফারুকের বিষয়েও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আমাদের প্রাথমিক তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পরই চূড়ান্ত তদন্ত করা হবে।

এদিকে তার বিরুদ্ধে একাত্তরের স্বাধীনতাযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত