সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০১৬ ১৩:০৯

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ‘যুদ্ধাপরাধ ও ফাঁসি’ নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধ ও বিচার নিয়ে 'আব্দুল কাদের মোল্লা: যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

পারিজাত প্রকাশনী থেকে প্রকাশিত বইটির লেখক সৈয়দ জাহিদ হাসান ও সোনিয়া হক। বইটির পাঁচটি অধ্যায় রয়েছে। এর মূল্য ৮০০ টাকা।

শনিবার (২৮ মে) সকালে ঢাকা ক্লাবেরর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন কাদের মোল্লার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোমেনা আক্তার।

এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত