সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৬ ১২:৪৮

এবার নোয়াখালীর ৪ রাজাকারের বিচার শুরু

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালী জেলার সুধারামের রাজাকার আমির আলীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ০৭ আগস্ট তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।

গণহত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিন অভিযোগে নোয়াখালীর পাঁচ আসামির মধ্যে  মো.  আব্দুল কুদ্দুস (৮৪),  মো. জয়নাল আবদিন (৭৩) ও আমির আহম্মেদ ওরফে আমির আলী (৭০) কারাগারে আছেন। অপর আসামি আবুল কালাম ওরফে এ কে এম মনসুরকে (৬৭) পলাতক দেখিয়েই এ মামলার বিচার চালানোর নির্দেশ দিয়েছে আদালত।  

এ মামলার শুরুতে মোট পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল প্রসিকিউশনের তদন্ত দল। মো. ইউসুফ আলী (৭৫) নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু গত মে মাসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হওয়ায় এ মামলার অভিযোগ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

অভিযোগ গঠনের বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে সোমবার (২০ জুন) অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

আপনার মন্তব্য

আলোচিত