সিলেটটুডে ডেস্ক

১৩ জুলাই, ২০১৬ ১৩:৫১

বড়লেখার তিন রাজাকারের বিরুদ্ধে ফের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিন রাজাকারের বিরুদ্ধে আবারও তদন্ত  প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর তারিখ  নির্ধারণ করেন। এর আগে নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে অপারগতা প্রকাশ করে ২ মাসের সময় আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

এ মামলার তিনজন আসামির মধ্যে গ্রেপ্তার আছেন আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া ও আব্দুল আজিজ ওরফে হাবুল। এছাড়া পলাতক আছেন আব্দুল মতিন।

উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতনের মোট দুটি অভিযোগ রযেছে। তবে তদন্ত শেষ হলে এসব অভিযোগ বাড়তে পারে বলে ধারণা করছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত ২৯ ফেব্রুয়ারি মানবতাবরোধী অপরাধের মামলায় বড়লেখার তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আপনার মন্তব্য

আলোচিত