সিলেটটুডে ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০৬

‘বছরে পাঁচটি উৎসব ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘এখন থেকে বছরে পাঁচটি উৎসব ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা। ঈদ বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষ, বিজয় ও স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের একটি করে উৎসব বোনাস দেওয়া হবে।’

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) শেরপুরের নকলা উপজেলায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আ ক ম মোজাম্মেল হক।

এসময় উৎসব ভাতার পাশাপাশি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৫ থেকে ১৮ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, ‘নির্বাচিত সরকার উৎখাত করে যারা অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দিতে চায় তারা দেশের শত্রু, এদের থেকে দেশবাসীকে সাবধান হতে হবে। পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি পাকহানাদারদের বর্বরোচিত ঘটনাবলী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

আ ক ম মোজাম্মেল বলেন, ‘পাকিস্তান আমলে এদেশ ছিল ২১ লাখ টন খাদ্য ঘাটতির দেশ। বর্তমানে এ থেকে উত্তরণ ঘটিয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছে। বাংলাদেশ বর্তমানে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণের মাধ্যমে নতুন যুগের সূচনা করা হয়েছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘এক সময় মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে ভয় পেতেন। কিন্তু এখন মুক্তিযুদ্ধবান্ধব সরকার ক্ষমতায় আছে। তাই মুক্তিযোদ্ধারা এখন নিজেদের পরিচয় দিতে গৌরব বোধ করেন।’

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য

আলোচিত