সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৮ ১৬:৫৯

কানাইঘাটে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

সিলেটের কানাইঘাটের দিঘীরপার পূর্ব ইউপির সাতবাঁক ঈদগাহ কবরস্থানে শায়িত রয়েছেন দিনাজপুরের কৃতি সন্তান ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ  ক্যাপ্টেন মাহবুবুর রহমান ‘বীর উত্তম’।

সোমবার (২৬ নভেম্বর) ছিল শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান ‘বীর উত্তম’ ৪৭তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভা সাতবাঁক ঈদগাহ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল এজাজ আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির, কর্নেল এ এইচ তফসির আহমদ, কর্নেল মাহফুজুর রহমান।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের ছোট ভাই দিনাজপুর স্টেশন ক্লাবের সভাপতি মমতাজুর রহমান বাবলু, সিলেট বিভাগ সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জকিগঞ্জ পৌরসভার মেয়র মো. খলিল উদ্দিন, সিলেট বিভাগ সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মোতাল্লেব, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুস সামাদ, সাতবাঁক নেছারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মাসুক আহমদ, জকিগঞ্জ পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, জকিগঞ্জ খলাছড়া ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কমর উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এজাজ আহমদ চৌধুরী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে ক্যাপ্টেন মাহবুবুর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের জন্য দিনাজপুরের কৃতি সন্তান মাহবুবুর রহমান সিলেটে এসে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন। আমরা আমাদের সহকর্মী শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান ‘বীরউত্তম’ কে স্মরণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বৃদ্ধ বয়সে ছুটে এসেছি। আমরা মাহবুবুর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন মাহবুবুর রহমান তার সঙ্গীদের নিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালের ২৬ নভেম্বর পাক বাহিনীর গোলাবারুদের আঘাতে কানাইঘাটের দিঘীরপার পূর্ব ইউপির কটালপুর ব্রিজের পার্শ্বে শহীদ হয়েছিলেন।

আলোচনা সভা শুরুর আগে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান ‘বীরউত্তম’ এর কবর জিয়ারত ও ফুলের তোড়া দিয়ে এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত