ছাতক প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৯

৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস

আজ ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে ছাতক শহর শত্রুমুক্ত হয়। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পাক-হানাদার বাহিনী পিছু হঠে বিশ্বনাথের লামাকাজী এলাকায় চলে গেলে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করে ছাতক শহরকে হানাদার মুক্ত ঘোষণা করেন।

৫ ডিসেম্বর ছাতকের সুরমা নদীর উত্তর পার নোয়ারাই ইউনিয়নের জয়নগর এলাকায় মুক্তিযোদ্ধারা শক্তিশালী অবস্থান নেয়। এ সময় পাক-হানাদার বাহিনীর অবস্থান ছিল ছাতক সিমেন্ট কারখানা এলাকায়।

মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে ওই দিন রাতেই কারখানা এলাকা ছেড়ে নদী পাড়ি দিয়ে ছাতক শহরে চলে যায় হানাদার বাহিনী। সকালে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে শহর ছেড়ে ছাতক-সিলেট সড়কের ঝাওয়া ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে ব্যর্থ হয় পাক-বাহিনী।

পরে ঝাওয়া ব্রিজ থেকে গোবিন্দগঞ্জ এলাকায় অন্যান্য পিছু হঠা হানাদার বাহিনীর সাথে যোগ দেয় তারা। ওই দিন বিকেলে মুক্তিবাহিনীর সমর্থনে ভারতীয় মিত্র বাহিনী সিমেন্ট কারখানার নদীর পারে অবস্থান নেয়। প্রতি বছর ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস পালন করে মুক্তিযোদ্ধা সংসদ।

আপনার মন্তব্য

আলোচিত