২৩ এপ্রিল, ২০১৯ ১২:৫৯
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনার আটপাড়া থানার সোহরাব ফকির (৮৮) ও হেদায়েত উল্লাহর (৮০) বিরুদ্ধে ২৪ এপ্রিল বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নী ও তাপস কান্তি বল। আর আসামিদের পক্ষে ছিলেন আব্দুস শুকুর খান।
এর আগে ৭ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যে কোনও দিন রায় ঘোষণার জন্য সিএভি (অপেক্ষমাণ) রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর এই তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। এরপর তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুানালে দাখিল করা হয়। এ মামলায় আসামি ছিলেন তিনজন। তবে বিচার চলাকালীন আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) মারা যায়। আসামিদের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে।
তাদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যসহ মোট ৬টি অভিযোগ আনা হয়েছে।
আপনার মন্তব্য