সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০২০ ১৩:০২

সাংবাদিক নান্নুর মৃত্যুতে আইজিপির শোক

দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ।

শনিবার (১৩ জুন) আইজিপি এক শোকবার্তায় বলেন, অগ্নিদগ্ধ হয়ে মোয়াজ্জেম হোসেন নান্নুর অকালে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও শোকাবহ ঘটনা। অপরাধ-বিষয়ক সাংবাদিক হিসেবে সমাজের অন্যায় ও অসত্য তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে তুলে ধরতে অবিচল ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের সঙ্গে তার ছিল পেশাগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও অমায়িক মানুষ। তার মৃত্যুতে আমরা এক নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিককে হারালাম।'

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত