
১৩ জুন, ২০২০ ১৩:৫১
বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মো. শোয়েব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (১৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতি একজন বলিষ্ঠ নেতাকে হারালো। বর্ষীয়ান এই রাজনীতিবিদ দেশের কল্যাণে তিনি যেসব কাজ করে গেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বিজ্ঞাপন
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তাআলা মরহুমের পরিবারের সদস্যদেরকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করুন।
আপনার মন্তব্য