সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৫ ২৩:৪৫

বিশ্বমিডিয়ায় সাকা-মুজাহিদের ফাঁসির রায়

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে শীর্ষ দুই যুদ্ধাপরাধীর রায়ের পুনঃবিবেচনার আবেদন (রিভিউ) সুপ্রীম কোর্টে খারিজের প্রেক্ষিতে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার সংবাদটি বুধবার বিশ্ব মিডিয়ায় বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) আসামীদ্বয়ের দায়ের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দেশের সর্ব্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেয়া মৃত্যুদণ্ডের রায়ই বহাল থাকে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ইতোপূর্বে একাত্তরে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের পৃথক রায় প্রদান করে।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে- ‘খালেদা সরকারের দুই মন্ত্রীর ফাঁসির সাজাই বহাল’

প্রকাশিত সংবাদে বলা হয়- ‘...সালাউদ্দিনই প্রথম বিএনপি নেতা, ’৭১-এর যুদ্ধাপরাধের দায় যার ফাঁসি হতে চলেছে। ...মুক্তিযুদ্ধের সময় প্রখ্যাত কবিরাজি ওষুধ সংস্থার মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, দু’দুটি গণহত্যায় মদদ এবং হাটহাজারির আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের অভিযোগ প্রমাণিত হয়েছে সালাউদ্দিনের বিরুদ্ধে।’

সংবাদে আরো বলা হয়, ‘সালাউদ্দিন কাদেরের বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তানী সেনার আশ্রয়দাতা। তার বিরুদ্ধেও অসংখ্য খুনের অভিযোগ ছিল।’

বিবিসি অনলাইনের সংবাদ শিরোনাম ছিল- ‘বাংলাদেশ ওয়ার ক্রাইমস : আলী আহসান মোহাম্মদ মুজাহিদ টুবি এক্সিকিউটেড’ এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের (বাংলা) শিরোনাম ছিল- ‘মুজাহিদ-সাকা চৌধুরীর ফাঁসির আদেশ বহাল’

আল-জাজিরা অন লাইনের শিরোনাম ছিল- ‘বাংলাদেশ আপহোল্ডস অপজিশন লিডার্স ডেথ সেন্টেন্স’, পাকিস্থানের দৈনিক ‘দি ডন’ বার্তা সংস্থা রয়টার্স পরিবেশিত সংবাদের বরাত দিয়ে শিরোনাম করে- ‘বাংলাদেশ অপজিশন লিডার্স টু হ্যাংগ ফর ওয়ার ক্রাইমস’

ভারতের ইংরেজি দৈনিক ‘দি হিন্দু’ বার্তা সংস্থা পিটিআই পরিবেশিত সংবাদের আলোকে শিরোনাম করেছে- ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপহোল্ডস অপজিশন লিডার্স ডেথ সেন্টেন্স’ এবং ভয়েজ অব আমেরিকা (ভিওএ ইরেজী ভার্সন) শিরোনাম করেছে- ‘বাংলাদেশ আপহোল্ডস ডেথ সেন্টেন্স ফর ওয়ার ক্রাইমস’

আপনার মন্তব্য

আলোচিত