নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:২৫

রাজাকারদের নামসহ তালিকা হচ্ছে

সরকার রাজাকারদের নামসহ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে মুহিবুর রহমান মানিকের এ প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আলশামস এবং মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী চিহ্নিত যুদ্ধাপরাধীদের সঠিক নামের পূর্ণ তালিকা সরকারিভাবে তৈরি করা হয়নি। এমনকি সংরক্ষণও করা হয়নি। তবে রাজাকারদের নামসহ তালিকা প্রণয়নের উদ্যোগ সরকারের রয়েছে।

এমপি মানিকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত সময়োপযোগী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমাদের চষ্টো অব্যহত আছে।

'যারা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজাকাদের ভাতা দিতো, সেই তালিকাও সংগ্রহ করা হচ্ছে। সেই তালিকাসহ সব রাজাকারদের নামসহ তালিকা প্রকাশ করা হয়েছে' যোগ করেন মন্ত্রী।

হাজী মো. সেলিমের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরেও তাদের যেন চিনতে পারা যায়, সে লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করা হবে। কবর দেখলেই বোঝা যাবে এটি মুক্তিযোদ্ধার কবর। 

আপনার মন্তব্য

আলোচিত